ঢাকা | মঙ্গলবার
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ইজতেমার মাঠে বিকট শব্দে আছড়ে পড়ল ড্রোন, ছোটাছুটিতে আহত ৪১

টঙ্গীতে প্রথম ধাপের বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত চলাকালে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এ সময় আতঙ্কে মুসল্লিদের হুড়োহুড়িতে পড়ে গিয়ে ও পদদলিত হয়ে ৪১ জন মুসল্লি আহত হয়েছেন। রোববার সকাল ৯টা ৩৩ মিনিটে স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সড়কে আবেদা হাসপাতালের সামনে খেলনা গ্যাস বেলুন বিক্রি করছিলেন এক ব্যক্তি। হঠাৎ একটি ড্রোন ক্যামেরার আঘাতে কয়েকটি বেলুন ফেটে যায়। এতে বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন মুসল্লিরা। পরে হুড়োহুড়িতে আহত হন তারা।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বেলুন ফাটার ঘটনায় আহত ৪১ জন চিকিৎসা নিয়েছেন। তবে কারও অবস্থা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা চলে গেছেন।’

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’

উল্লেখ্য, টঙ্গীতে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে আজ রোববার শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এদিন সকাল ৯টা ১২ মিনিটে এ মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের।

সংবাদটি শেয়ার করুন