গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে লাখো মানুষের অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। সকাল ৯টা ১১ মিনিটে শুরু হয়ে ৯টা ৩৫ মিনিট পর্যন্ত চলা মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। এতে মুসলিমদের ঐক্য, শান্তি, হেদায়েত, সমৃদ্ধি ও গুনাহ থেকে মুক্তির জন্য প্রার্থনা করা হয়।
এর আগে বাদ ফজর ভারতের মাওলানা আব্দুর রহমান হেদায়তি বয়ান করেন, যা বাংলায় তরজমা করেন মাওলানা আব্দুল মতিন। পরে মাওলানা ইব্রাহিম দেওলার নসিহতমূলক বয়ান হয়।
ফজরের পর থেকেই আশপাশের মানুষ ইজতেমা ময়দানে এসে ভিড় জমাতে থাকেন। প্রচণ্ড ভিড়ে অনেকে ভোগড়া বাইপাস থেকে প্রায় ১০ কিলোমিটার হেঁটে পৌঁছান। একপর্যায়ে ময়দান ও আশপাশের সড়ক, ছাদ, নৌকা, যানবাহনের ওপর পর্যন্ত মানুষে ঠাসা হয়ে যায়।
মোনাজাতে শত শত নারীসহ ভারত, পাকিস্তান, সৌদি আরব, কাতার, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের তিন হাজারের বেশি বিদেশি মেহমান অংশ নেন। শুক্রবার বাদ ফজর আমবয়ানের মাধ্যমে শুরু হওয়া এই ইজতেমা শুরায়ে নেজাম (জুবায়ের) অনুসারীদের আয়োজনে দুই ধাপে চলছে। দ্বিতীয় ধাপ শুরু হবে সোমবার, শেষ হবে বুধবার আখেরি মোনাজাতে। এরপর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা অনুষ্ঠিত হবে।