ঢাকা | রবিবার
৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

পঙ্গু হাসপাতালের সামনে আহতদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিরা ফের সড়ক অবরোধ করেছেন। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে তারা হাসপাতালের সামনের দুই পাশের সড়কে ব্যারিকেড দেন। এতে অফিস শুরুর সময়ে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

আহতদের মধ্যে বেশ কয়েকজন রাস্তায় শুয়ে পড়েন এবং কোনো যানবাহন চলাচল করতে দিচ্ছেন না, এমনকি অ্যাম্বুলেন্সও পার হতে দেয়া হচ্ছে না। এর আগে শনিবার দিবাগত রাতেও তারা একইভাবে সড়কে ব্যারিকেড দিয়েছিলেন।

আন্দোলনকারীরা জানান, তিন মাস আগে জুলাই আন্দোলনের সময় তারা একই স্থানে সড়ক অবরোধ করেছিলেন। সে সময় আন্দোলনকারীদের দাবির বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও উপদেষ্টারা আশ্বাস দিলেও সরকার তাদের কোনো দাবি পূরণ করেনি বলে অভিযোগ করেছেন তারা। তাদের দাবি ছিল আহতদের স্বীকৃতি, পুনর্বাসন, চাকরির ব্যবস্থা, সুচিকিৎসা ও ভাতা প্রদান।

আহতরা স্পষ্ট করে জানিয়েছেন, তাদের তিনটি প্রধান দাবি পূরণ না করা পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। তারা রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসনের ব্যবস্থা এবং সুচিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা চান।

আন্দোলনকারীরা বলছেন, আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটানোর আন্দোলনে আহত হয়েছি। আমাদের টাকা-পয়সার দাবি নেই, শুধু সুচিকিৎসা ও পুনর্বাসন চাই। শেখ হাসিনার পতনের পর যে সরকার আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে পারেনি, তাদের প্রতি আমাদের কোনো আস্থা নেই। উপদেষ্টাদের প্রতিও আমাদের কোনো আস্থা নেই। তাই আজ আমরা রাস্তায় নেমেছি।

সংবাদটি শেয়ার করুন