ঢাকা | রবিবার
৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাট শিল্পকলা একাডেমির আয়োজনে নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত

‘তারুণ্যের উৎসব- ২০২৫’ উদযাপন উপলক্ষ্যে জয়পুরহাটে জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে- আকর্ষণীয় নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‘ এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই।’ – এ স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের স্থানীয় শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানের শহীদ মিনার মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে- জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হামিদুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ নৃত্যানুষ্ঠানে ঢাকা ও জয়পুরহাট জেলার মোট ১৪টি দল অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন