ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে খেলার সুষ্ঠ পরিবেশের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলা বন্ধ করতে বেড়া ভাংচুরের ঘটনায় প্রতিবাদ ও খেলার সুষ্ঠ পরিবেশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে জেলা খেলোয়ার ও ক্রীড়া সংগঠকের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট মহিলা ফুটবল ক্লাবের সভাপতি শামস মতিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষকদের আহবায়ক সেলিম রেজা ডিউক, সাবেক জেলা ক্রীড়া অফিসার মহিউদ্দীন, মহিলা ফুটবল ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল কাউসার জনি, ক্রীড়া সংগঠক এসএম আসিফ শাহরিয়ার, খেলোয়ার পপি, রানী, সাদিয়া প্রমুখ।

বক্তরা বলেন, জয়পুরহাট জেলায় দীর্ঘদিন ধরে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা হয়ে আসছে। যার প্রেক্ষিতে এ জেলাকে অনেক নারী আলোকিত করেছেন। কিন্তু একটি রাজনৈতিক দল ক্রীড়াঙ্গনকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে আক্কেলপুরে নারী দলের ফুটবল খেলার মাঠে বেড়া ভাংচুর করেছে । এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

সংবাদটি শেয়ার করুন