জয়পুরহাটে কালাইয়ে- ‘তারুণ্যের উৎসব- ২০২৫’ উদযাপন উপলক্ষে- দুদিন ব্যাপী পিঠা উৎসব ও বইমেলা শুরু হয়েছে।
‘এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই।’ – এ স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কালাই উপজেলা প্রশাসনের উদ্যোগে- শুক্রবার বিকালে স্থানীয় কালাই সরকারি মহিলা কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করেন- উপজেলা নিবার্হী অফিসার শামিমা আক্তার জাহান।
এ সময় অন্যান্যের মধ্যে- সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, কালাই উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা সাজিয়া আফরিন, সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল ও হাতিয়র কামিল মাদরাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, সাংবাদিক মোঃ সাখাওয়াত হোসেন বিপু সহ উপস্থিত ছিলেন।
এ মেলায় ৯টি পিঠার ও ৮টি বইয়ের স্টল (দোকান) স্থান পেয়েছে। এ সব পিঠার স্টলে প্রায় ৮০ প্রকারের পিঠা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, আগামীকাল শনিবার এ মেলায় সমাপনী অনুষ্ঠানে বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।