ঢাকা | বুধবার
৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জয়পুরহাটে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জয়পুরহাটে ইয়ুথ ফর নেক্সট ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থার উদ্যোগে- ‘ইউথ ফর নেক্সট ফাউন্ডেশন ফ্রি মেডিকেল ক্যাম্প- ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের ধানমন্ডি এলাকার জয়পুরহাট শহীদ জিয়া ডিগ্রী কলেজের সামনের সড়কে দিনব্যাপী এ ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকালে সংস্থাটির উপদেষ্টা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, বেসরকারি সংগঠন গুলো ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তৃনমূল পর্যায়ে দরিদ্র রোগীদের সেবার ব্যবস্থা করলে বিদেশে গিয়ে আর তাদের চিকিৎসা নিতে হবে না। এতে
সমাজ উপকৃত হবে, জাতি গঠনে তরুনদের ইতিবাচক ভূমিকা অনস্বীকার্য।’

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে- অতিরিক্ত জেলা পুলিশ সুপার সার্কেল সদর আবুল হোসেন , শহর বিএনপির যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসক. নাক কান গলা ও মেডিসিন বিশেষজ্ঞ, গাইনি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, দন্ত বিশেষজ্ঞ সহ ২৫জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে প্রায় ২শতাধিক দরিদ্র রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন