ঢাকা | সোমবার
১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলে স্বর্ণ চোরাচালানের অভিযোগে ‘গোল্ডফাদার’ বিধান বিশ্বাস গ্রেফতার

পটুয়াখালীর বাউফলে স্বর্ণ চোরাচালানের অভিযোগে গোল্ডফাদার নামে পরিচিত বিধান চন্দ্র বিশ্বাস নামের এক ব্যক্তিকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (২৯জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত. বোজেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে।

পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখা’র (ডিবি) ওসি জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ডিএমপির একটি গোয়েন্দা দল বাউফলের বগা পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় বিধানকে আটক করে। বিধান স্বর্ণ চোরাচালানে জড়িত এবং তার বিরুদ্ধে ঢাকায় এ সংক্রান্ত মামলা আছে।

ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) ইন্সপেক্টর মাসুদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,বিষয়টি নিয়ে আমাদের তদন্তের কাজ চলছে। পরবর্তীতে ডিএমপি’র মিডিয়া সেন্টার থেকে ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন