ঢাকা | সোমবার
১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

জবি এমসিজে ডিবেটিং ক্লাবের আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ডিবেটিং ক্লাবের ( এমসিজেডিসি) আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে টিম ‘নিহারিকা’ এবং রানার্স-আপ হয়েছে টিম ‘শব্দ সৈনিক’।

বুধবার (২৯ জানুয়ারি) বিভাগের মিডিয়া ল্যাবে বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ডের বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাইসুল ইসলাম, সহকারী অধ্যাপক এস কে আবু রাইহান সিদ্দিকী এবং আরেকজন সহকারী অধ্যাপক মো. মিনহাজ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন এমসিজে ডিবেটিং ক্লাবের মডারেটর মেহনাজ হক এবং কো-মডারেটর কামনা আক্তার।

চ্যাম্পিয়ন নিহারিকা টিমের সদস্যরা হলেন- ১. মো.মিনহাজুল ইসলাম ২.তাছনিয়া তাবাসসুম রিচি ৩.শরীফা আক্তার সোমা।

রানার্স-আপ হওয়ার টিমের সদস্যরা হলেন- ১. রবিউল আওয়াল পারভেজ ২. উম্মে বুশরা মাহাদিয়া ৩. জুবায়ের হাসান শান্ত।

বিতর্ক প্রতিযোগিতার ডিবেটার অফ দ্যা ফাইনাল হয়েছেন নিহারিকা টিমের মো.মিনহাজুল ইসলাম এবং ডিবেটর অফ দ্যা টুর্নামেন্ট হয়েছেন শব্দ সৈনিক টিমের রবিউল আওয়াল পারভেজ।

উক্ত প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন এমসিজে ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি মো. তাওহীদুর রহমান, এমসিজে ডিবেটিং ক্লাব, জেএনইউডিএস এর বিতার্কিক মো. তৌফিকুর রহমান ও এমসিজে ডিবেটিং ক্লাবের সাবেক বিতার্কিক ফারজানা সুলতানা ঋতু।

এছাড়াও বিচারক হিসেবে ছিলেন এমসিজে ডিবেটিং ক্লাবের সাবেক বিতার্কিক খালেদ সাইফুল্লাহ, জেএনইউডিএস এর বিতার্কিক মুনিব মুসানিম, এমসিজে ডিবেটিং ক্লাবের সাবেক বিতার্কিক ফারহানা খানম এবং সাবেক বিতার্কিক, ঢাকা কলেজের সাবেক বিতার্কিক সাইদুল মুরসালিন।

এর আগে গত বুধবার ( ২২ জানুয়ারি ) বিভাগের চেয়ারপার্সন ড. মো. আশরাফুল আলম এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন