ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের জয়পুরহাট আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আব্বাস আলী খান মিলনায়তনে জেলা জামায়াতের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাইঈ।

তিনি ৩০ জানুয়ারির কর্মী সম্মেলন সফল করবার জন্য সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠিতব্য ওই কর্মী সম্মেলনে দলীয় নেতাকর্মী ও সমর্থক সহ সর্বস্তরের আনুমানিক ১লাখ মানুষের সমাগম হবে বলে- তিনি আশা প্রকাশ করেন।

এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে- জেলা জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক সহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন