ঢাকা | সোমবার
২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে ‘সেরা কন্ঠ ‘ প্রতিযোগিতায়- ১০ জন ফাইনাল রাউন্ডে

এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই।’ – এ স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জয়পুরহাটে ‘তারুণ্যের উৎসব- ২০২৫’ উদযাপন উপলক্ষে- তৃণমূল পর্যায় হতে সেরা সংগীত প্রতিভা অন্বেষণে আয়োজিত ‘সেরা কন্ঠ’ প্রতিযোগিতায় ১০জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডে উঠেছে।

গত ২০জানুয়ারি থেকে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে আয়োজিত ‘তারুণ্যের উৎসব-২০২৫’ মঞ্চে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে- সেরা কণ্ঠশিল্পী নির্বাচনের জন্য দুটি বিভাগে (ক-বিভাগ: ০৮ হতে ১৮ বছর এবং খ-বিভাগ: ১৯ হতে ৫৯ বছর বয়স পর্যন্ত) ক বিভাগে ৫জন ও খ বিভাগে ৫ জন করে মোট ১০জন কণ্ঠশিল্পী নির্বাচন করা হয়েছে। এদের মধ্য থেকে দুই গ্রুপের সেরা কন্ঠশিল্পী নির্বাচন করা হবে।

সে লক্ষ্যে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে- এ সংগীত প্রতিযোগিতার ‘গ্র্যান্ড ফিনালে’।
দুপুর আড়াইটা হতে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে স্থাপিত ‘তারুণ্যের উৎসব-২০২৫’ মঞ্চে এ সংগীত প্রতিযোগিতার গ্রান্ড ফিনালের বিচারক হিসেবে দেশের স্বনামধন্য জনপ্রিয় কন্ঠশিল্পী- খুরশিদ আলম ও ফাহমিদা নবী উপস্থিত থাকবেন।

সংবাদটি শেয়ার করুন