ঢাকা | সোমবার
২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ফ্যাসিবাদের দোসরমুক্ত করার দাবিতে বাংলা একাডেমি ঘেরাও

ফ্যাসিবাদের দোসরদের অপসারণ ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কেলঙ্কারিতে জড়িতদের শাস্তির দাবিতে বাংলা একাডেমি ঘেরাও করেছে বিক্ষুব্ধ লেখক-কবি সমাজ ও জাতীয় সাংস্কৃতিক বিপ্লব নামের দুটি সংগঠন।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বাংলা একাডেমির সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তারা ফ্যাসিবাদমুক্ত বাংলা একাডেমি গড়ার দাবি জানান।

এ সময় বিক্ষুব্ধ লেখক-কবি সমাজের আহ্বায়ক আবিদ আজাদ বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদীদের পতন হয়েছে। এই বাস্তবতার মুখে দাঁড়িয়েও ফ্যাসিবাদীদের দৌরাত্ম বন্ধ করতে এখানে দাঁড়াতে হয়েছে। অবিলম্বে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বাতিল ও এই পুরস্কার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।

কবি শামস মুসা বলেন, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম ছাত্র জনতার রক্তের ওপর দাঁড়িয়ে যে সাংস্কৃতিক বিপ্লবের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সেটি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। আমরা বিশ্বাস করি, সংস্কৃতিই সার্বভৌমত্ব। যদি এটার সঙ্গে খেলতামাশা করেন, প্রহসনের খেলা খেলেন, আমরা অবশ্যই সেটি শক্ত হাতে প্রতিহত করবো। যেভাবে আমরা স্বৈরাচারের সমস্ত দোসরদের প্রতিহত করেছিলাম।

কবি মাহবুব হাসান বলেন, যারা দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের দালালি করে এসেছেন তাদেরকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়। নাটকের ব্যক্তিকে সাহিত্য পুরস্কার দেওয়া হয়। যারা শহীদদের রক্ত নিয়ে কটুক্তি করে আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন তাদের সেই পুরস্কার দেওয়া হয়। তাই সেটি কেমন পুরস্কার তা বলার অপেক্ষা রাখে না। কয়েকজনের পুরস্কার স্থগিত করা হয়েছে। আমরা চাই তাদের পুরস্কার বাতিল করা হোক।

আনন্দবাজার/ এমকে

সংবাদটি শেয়ার করুন