এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই।’ – এ স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জয়পুরহাটে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে-জয়পুরহাট সার্কিট হাউস মাঠে আজ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত- কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলায়- জয়পুরহাট সদর উপজেলা কাবাডি দল ১৪পয়েন্টে- পাঁচবিবি উপজেলা কাবাডি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এ খেলায়- জয়পুরহাট সদর উপজেলা কাবাডি দল পায় ৫২পয়েন্ট । পক্ষান্তরে প্রতিদ্বন্দ্বী- পাঁচবিবি উপজেলা কাবারি দল পায় ৩৮পয়েন্ট। ফলে জয়পুরহাট সদর উপজেলা কাবাডি দল ১৪পয়েন্ট বেশি পেয়ে (১৪পয়েন্টের ব্যবধানে)চ্যাম্পিয়ন হয়।