‘এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই।’ – এ স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব- ২০২৫’ উদযাপন উপলক্ষে-জয়পুরহাটে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়- আক্কেলপুর উপজেলা ফুটবল দল ১-০ গোলে কালাই উপজেলা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে।
জেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়- আক্কেলপুর উপজেলা ফুটবল দল ১-০ গোলে কালাই উপজেলা ফুটবল দলকে পরাজিত করে এ গৌরব অর্জন করে।
এ টুর্নামেন্টে জেলার পাঁচ উপজেলার পাঁচটি ফুটবল দল অংশগ্রহণ করেছিল।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে- প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে- তারুণ্যের উৎসব কে কেন্দ্র করে আয়োজিত ফুটবল, কাবাডি সহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন- ডেপুটি কমিশনার আফরোজা আকতার চৌধুরী।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- অতিরিক্ত ডেপুটি কমিশনার (রাজস্ব) সবুর আলী।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত ডেপুটি কমিশনার (সার্বিক) বিপুল কুমার প্রমুখ জেলা পরিষদের সি ইও সরকার মোহাম্মদ রায়হান সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম সহ প্রমুখ।