ঢাকা | বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটের বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানী- নেসকো’র গ্রাহকের ইচ্ছার বিরুদ্ধে প্রিপেইড মিটার সংযোগ প্রদানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে- জেলা নাগরিক অধিকার রক্ষা আন্দোলন।

বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলা শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেটের শহীদ বিশাল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে আয়োজিত অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের সদস্য সচিব অধ্যাপক নজরুল ইসলাম, সদস্য- জালাল আহমেদ, আবির হোসেন, একলাস আলী, বারি মাহমুদ, আরমান আলী প্রমুখ।

বক্তারা জয়পুরহাটে অবিলম্বে ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রবর্তিত এ প্রকল্প বাতিল সহ প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করে নাগরিক সুবিধা নিশ্চিত করার দাবি জানান। দাবি মানা না হলে সকল গ্রাহকদের সাথে নিয়ে বিদ্যুৎ সরবরাহ কোম্পানী- নেসকো’র অফিস ঘেরাও করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

সংবাদটি শেয়ার করুন