জয়পুরহাটের প্রবীণ সাংবাদিক, জয়পুরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, জয়পুরহাট কোর্টের সাবেক পিপি ও জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল মারা গেছেন।
সোমবার সকাল সাড়ে ৬ টায় তিনি জয়পুরহাট শহরের আরাফাতনগরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও লিভার সিরোসিসে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। আজ বেলা ১১ টায় জয়পুরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে শ্রদ্ধাঞ্জলী প্রদান শেষে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গনে শ্রদ্ধা জানানো হয়। সেখান থেকে তাকে তার গ্রামের বাড়ি আক্কেলপুরে নেয়া হয়। পরে দুপুর ২টায় জয়পুরহাট শহরের খনজনপুর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল ৮০ দশকে দৈনিক বাংলার বাণী পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তরবার্তা, দৈনিক করতোয়া পত্রিকায় কাজ করেন। সর্বশেষ তিনি জয়পুরহাট থেকে প্রকাশিত দৈনিক মায়ের আঁচল পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার হিসেবে ছিলেন। তিনি একাধিকবার জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি, কোর্টের পিপি ও আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।
তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।