‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ‘।- এ প্রতিপাদ্যে জয়পুরহাটে ‘তারুণ্যের উৎসব- ২০২৫’ উপলক্ষে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের বিষয় ছিল- ‘জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য সম্মত শৌচাগার হাত ধোয়ার চাইতে অধিক গুরুত্বপূর্ণ’
বুধবার জয়পুরহাট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে- উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদের সভাপতিত্বে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম।
এ বিতর্ক প্রতিযোগিতায় দলগত ভাবে জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন ও জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়েছে। উল্লেখ্য, এ প্রতিযোগিতায় মোট চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।