‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ‘।- এ প্রতিপাদ্যে জয়পুরহাটে শুরু হওয়া- ‘তারুণ্যের উৎসব- ২০২৫’ উপলক্ষে নতুন বাংলাদেশ বিনির্মাণে- ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জয়পুরহাট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে- উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে- উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ, উপজেলা কৃষি অফিসার রাফসিয়া জাহান, উপজেলার শিক্ষা অফিসার,
মাসুদুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও বিদ্যালয়ের শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক, চাকরি প্রত্যাশী ও বেসরকারি সংস্থার (এনজিও) কর্মীরা অংশগ্রহণ করেন।