জয়পুরহাটে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে- শহর বিএনপির উদ্যোগে ১হাজার ১শ’ দুস্থ,প্রতিবন্ধী ও দরিদ্র শীতার্তের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধানের অর্থায়নে- শহরের নতুন হাট এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয় ।
এ উপলক্ষে শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুলের সভাপতিত্বে আয়োজিত (বিতরণের) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন। প্রধান বক্তা ছিলেন- জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন ও বিশেষ অতিথি ছিলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
এছাড়া অন্যান্যের মধ্যে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন,শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান জেলা ছাএ দলের সভাপতি মামুনুর রশিদ মামুন প্রধান প্রমুখ বক্তব্য রাখেন ।