চট্টগ্রামের মিরসরাইয়ে শিল্প ও বাণিজ্য মেলায় যুবদলের দুই নেতার অনুসারীদের সংঘর্ষে মো. মুন্না (২২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার রাত ১১টায় মিরসরাই স্টেডিয়াম ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, যুবদল নেতাদের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটির জেরে এ সংঘর্ষ হয়।
একপর্যায়ে কামরুলের অনুসারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালালে মুন্না গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।