ঢাকা | মঙ্গলবার
১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে ‘বালক ও বালিকা গ্রুপের- প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

জয়পুরহাটে 'বালক ও বালিকা গ্রুপের- প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ‘।- এ প্রতিপাদ্যে জয়পুরহাটে শুরু হওয়া- ‘তারুণ্যের উৎসব- ২০২৫’ উপলক্ষে বালক ও বালিকা গ্রুপের- প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

সোমবার সকালে জয়পুরহাট কালেক্টরেট মাঠে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে- আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন- জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব ও অতিরিক্ত ডেপুটি কমিশনার তৃপ্তি কণা মন্ডল।

উদ্বোধনী খেলায় বালিকা গ্রুপে- জয়পুরহাট সদর উপজেলা বালিকা দলকে টাইব্রেকারে ৩-১গোলে আক্কেলপুর উপজেলা বালিকা দল জয়লাভ করে এবং বালক গ্রুপের খেলায়- জয়পুরহাট সদর উপজেলা বালক দলকে ১-০ গোলে কালাই উপজেলা বালক দল জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডে উঠে।

এ টুর্নামেন্টে বালক ও বালিকা গ্রুপে- জেলার পাঁচটি উপজেলার মোট ১০টি দল অংশগ্রহণ করছে।

সংবাদটি শেয়ার করুন