ঢাকা | সোমবার
১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার বিকালে চলতি জানুয়ারি মাসের ‘জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা’ অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে- পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মহিউদ্দিন জাহাঙ্গীর ও জয়পুরহাট অস্থায়ী সেনা ক্যাম্প প্রতিনিধি- সিভিল সার্জন ডাক্তার মুহা: রুহুল আমিন , পাঁচটি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বক্তব্য রাখেন।

সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করে হয়। সেই সাথে এ জেলাকে সম্পূর্ণরূপে মাদক, চোরাচালান ও সন্ত্রাসমুক্ত রাখতে অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণে- সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয় ।

পরে একই স্থানে- জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি, জেলা চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটি, জেলা নারী ও শিশু নির্যাতন নিরোধ কমিটি সহ বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন