ঢাকা | সোমবার
১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে চাকুরিচ্যুত বিডিআরদের চাকুরিতে পুনর্বহালের দাবি

জয়পুরহাটে ফ্যাসিস্ট হাসিনা সরকারের ষড়যন্ত্রের শিকার- ঢাকার পিলখানা বিডিআর হেড কোয়ার্টার সহ সারাদেশে চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও তাদের পরিবারের পুনর্বাসন সহ নানা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে ২০০৯ সালে চাকরিচ্যুত সকল বিডিআর সদস্য, জেলবন্দি বিডিআর পরিবার ও বিডিআর কল্যাণ পরিষদের আহ্বানে- জয়পুরহাট শহরের কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের শহীদ বিশাল চত্বরে- এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে- নায়েক সুবেদার মোঃ নুরুল ইসলাম, তার স্ত্রী আলেয়া খাতুন ডলি, হাবিলদার বীর মুক্তিযোদ্ধা আবেদ হোসেন, তার স্ত্রী মর্জিনা খাতুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক হাসিবুল হক সাঞ্জিদ ও অ্যাডভোকেট মোমিন ফকির বক্তব্য রাখেন।

বক্তারা দীর্ঘ ১৬ বছর যাবৎ জেলে বন্দি- নির্দোষ বিডিআর সদস্যদের জেল হতে মুক্তি,স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকান্ডের প্রকৃত সত্য উদঘাটন ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন