জয়পুরহাটে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে হাতে গ্লাভস ব্যবহার না করে বিস্কুট,পাউরুটি ইত্যাদি শুকনা খাবার তৈরীর দায়ে- কাজল বিস্কুট ফ্যাক্টরি নামের একটি বেকারির মালিকের ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী নির্দেশে- জয়পুরহাট পৌর শহরের নতুন হাট এলাকায় এ বিস্কুট ফ্যাক্টরিতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল বাইনের নেতৃত্বে আকস্মিক ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ উপস্থিত ছিলেন।