জয়পুরহাট সদর উপজেলার দরিদ্র ও ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জয়পুরহাট শহরের মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিট এর পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়।
প্রধান অতিথি, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, শীতার্তদের হাতে এ কম্বল তুলে দেন। এ সময় সদর উপজেলা পি আই ও হাবিবুর রহমান জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সাখাওয়াত হোসেন বিপু,জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট অফিসার সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।