ঢাকা | মঙ্গলবার
৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটের কালাইয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট এলাকার একটি মহিলা মাদ্রাসার শিশু শিক্ষার্থী সহ পুনট ইউনিয়নের বিভিন্ন এলাকার দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে মোট ১৭২পিস কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার বিকালে কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আক্তার জাহান সহকারী কমিশনার – ভূমি (এসি ল্যান্ড) ইফতেখার রহমান এবং ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে নিয়ে উল্লেখিত এলাকায় গিয়ে এ কম্বল গুলো বিতরণ করেন।

এর মধ্যে ওই মাদ্রাসার শিক্ষার্থী ছাত্রীদের ৪৪জনকে ৪৪পিস এবং বাকি ১২৮পিস কম্বল ১২৮জন অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য,গত ২৮ ডিসেম্বর জয়পুরহাটের কালাইয়ে- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আসার কথা ছিল ।

তার আগমন উপলক্ষে সে সময় (২৮ ডিসেম্বর)কালাইয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের কর্মসূচি ছিল। সে উপলক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কালাইয়ে এই ১৭২পিস কম্বল পাওয়া গিয়েছিল, যা বিতরণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।

সংবাদটি শেয়ার করুন