জয়পুরহাট জেলা শহরের প্রধান সড়ক সংলগ্ন- ব্যস্ততম জিরো পয়েন্টের ‘ভাঙ্গা আলিশান’ এলাকায় অবৈধ ভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সকাল ১১ দিকে জেলা পরিষদের পক্ষ থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট আব্দুর রউফ। এ সময় ওই স্থানের অবৈধ ভাবে নির্মিত বিভিন্ন স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেন দখলদাররা।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট আব্দুর রউফ জানান, ‘জয়পুরহাট শহরের জিরো পয়েন্টের ‘ভাঙা আলিশান’ নামক স্থানে জেলা পরিষদের জায়গায়- বিভিন্ন দোকান পাট স্থাপন করে খেয়াল খুশিমত ব্যবসা চালিয়ে আসছিল অবৈধ দখলদাররা। গত ১ মাস ১০দিন আগে তাদের ওই অবৈধ স্থাপনা গুলো সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তাতে কোনো কর্ণপাত না করে খেয়াল খুশিমত ব্যবসা চালিয়ে আসছিল । বারবার তাগিদ দেয়া সত্ত্বেও তাদের স্থাপনা সরিয়ে নেন নি। এ জন্য বৃহস্পতিবার এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় দখলদাররা কিছু সময় নিয়ে নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেন। তবে এরপর পুনরায় ওই স্থানে কেউ আবারো যাতে অবৈধ দোকানপাট স্থাপন (নির্মাণ) করে ব্যবসা করতে না পারে, সে জন্য পুরো স্থানটি ঘিরে দেয়া হচ্ছে।’
এ উচ্ছেদ অভিযানকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট উজ্জ্বল বাইন, সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ও জেলা পরিষদের সার্ভেয়ার তন্ময় কুন্ডু সেখানে উপস্থিত ছিলেন।