জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপের বাকবিতন্ডার সময় ভিডিও করার সন্দেহে জবি শিক্ষার্থীর উপর হামলা করেছে ছাত্রদলের এক কর্মী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর সামনে এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মোহাম্মদ জিহান, তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ সেশনের ফিন্যান্স বিভাগে শিক্ষার্থী এবং হামলাকারী শিক্ষার্থীর নাম রাইয়ান,তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ সেশনের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে ছাত্রদলের দুই গ্রুপ বাক-বিতণ্ডায় জড়ায়। এসময় ভুক্তভোগী শিক্ষার্থী আর তার বন্ধুসহ আসে আড্ডা দিচ্ছিল। তখন হামলাকারী শিক্ষার্থী তার কাছে এসে সন্দেহজনকভাবে ভিডিও করছে ধারনা করে মারতে থাকে। পরে বিশ্ববিদ্যালয়ের কিছু সাধারণ শিক্ষার্থী এসে তাকে উদ্ধার করে।
হামলার বিষয়ে শিক্ষার্থী জিহান বলেন, ” IER ভবনের উপরে আমি এবং আমার এক বন্ধু দাড়িয়ে কথা বলতেছিলাম। সে সময় নিচে ছাত্রদলের পোলাপান তারা নিজেরা নিজেরা কি নিয়ে কথা কাটাকাটি চলতেছিল। তখন আমার হাতে মোবাইল ছিল এবং তারা মনে করছিল আমি ভিডিও করতেছি। এই মিথ্যা অভিযোগ নিয়ে আমারে মারছে বিশেষ করে রাইয়ান নামে ১৭ ব্যাচের (ফিজিক্স) আমারে থাপ্পর এবং লাথি মারে। প্রকৃতপক্ষে আমি কোনো ভিডিও করি নাই তারপরও মারছে। আমি চিল্লায় চিল্লায় বলতেছিলাম আমি ভিড়িও করি নি বরং আপনারা দেখেন আমি পার্সওয়াড খুলে দিচ্ছি, চেক করেন এটা বলার পরও আমায় মারছে।