ঢাকা | শনিবার
৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

জয়পুরহাটে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

জয়পুরহাটে নানা কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রাম, গৌরব ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে ।

এ উপলক্ষে বুধবার সকালে জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে- জেলা বিএনপি কার্যালয়ের সামনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় ।
পরে জেলা বিএনপি কার্যালয়ের ভেতরে স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি- মামুনুর রশিদ প্রধানের
সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

বিশেষ অতিথি ছিলেন- পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান।
অন্যান্যের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন কৃষকদলের সদস্য সচিব মনজুরে মাওলা পলাশ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন, সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে শহরের স্থানীয় শহীদ ডাক্তার কাশেম ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় ।

সংবাদটি শেয়ার করুন