ঢাকা | বৃহস্পতিবার
২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে ৩দিনব্যাপী কৃষি মেলা ও পিঠা উৎসব শুরু

জয়পুরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে- ৩দিনব্যাপী কৃষি মেলা ও পিঠা উৎসব শুরু হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে জয়পুরহাট শহরের সদর উপজেলা কমপ্লেক্স চত্বরে রঙ বেরঙের বেলুন ও ফেস্টুন উড়িয়ে কৃষি মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করেন- জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
পরে উপজেলা কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি (শোভাযাত্রা) বের করা হয়।

এ সময় অন্যানের মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রাহেরা পারভিন, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মুজিবুর রহমান, কৃষি কর্মকর্তা রাফশিয়া জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলায় কন্দল ফসল উৎপাদন কর্নারে বিভিন্ন কৃষি পণ্য ছাড়াও শীতকালীন নানা রকম শাকসবজি ও ফলের চারা সহ শীতকালীন বিভিন্ন পিঠার বিভিন্ন ষ্টল স্থাপন করা হয়েছে।উল্লেখ্য,আগামী ১জানুয়ারি (বুধবার) পর্যন্ত এ মেলা ও পিঠা উৎসব চলবে।

সংবাদটি শেয়ার করুন