ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল রেললাইন রুটের গোপালগঞ্জের মুকসুদপুর রেল স্টেশন চালু ও আন্তঃনগর জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয় জনগণ।
মানববন্ধন থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুকসুদপুর রেল স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবী জানানো হয়। না হলে রেললাইন অবরোধসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেন মানববন্ধনকারীরা।
বেলা ১১টায় মুকসুদপুর উপজেলা সদরের মুকসুদপুর কলেজ মোড়ে, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় সড়কের দুই পাশে শত-শত যানবাহন চলাচল বন্ধ থাকে।
মানববন্ধন চলাকালে সমাবেশের আহ্বায়ক ও মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল রেল লাইনে গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তঃনগর ট্রেন যাত্রা বিরতির জন্য মুকসুদপুরে রেল স্টেশন নির্মাণ করা হলেও আদৌ স্টেশনটি চালু করা হয়নি।
ফলে, ট্রেনগুলো এখানে যাত্রাবিরতি করে না। এতে মুকসুদপুরবাসী এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। শুধু মুকসুদপুর উপজেলার মানুষ নয়, পার্শ্ববর্তী ফরিদপুর জেলার নগরকান্দা, সালতা ও আলফাডাঙ্গার মানুষও এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অথচ আমাদের বাড়ির সামনে দিয়ে ট্রেন যাবে আর আমরা সুবিধা পাব না, এটা হতে পারে না। এই সুবিধা পেতে আমরা আজ রাস্তায় নেমেছি।
তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুকসুদপুর রেল স্টেশন চালুসহ ট্রেন যাত্রাবিরতির দাবী করছি। এই সময়ের মধ্যে যদি দাবী মানা না হয়, তাহলে আগামীতে রেললাইন অবরোধ করে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
এই কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন, মুকসুদপুর বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, এডভোকেট ও এপিপি মো: সুলাইমান সিদ্দীক বাদল, গোপালগঞ্জ জেলা শাখার খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা জাহিদ আল মাহমুদ, ইসলামী আন্দোলন মুকসুদপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা ফরহাদ হোসেন, মুকসুদপুর পৌর বায়তুল মাল সম্পাদক আব্দুর রহমান, মুকসুদপুর উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোকারম বিল্লাহ, জামায়াত-e-ইসলামী মুকসুদপুর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুল আজিজ, মুকসুদপুর পৌর জামায়াতের সাধারণ সম্পাদক আবু তালিব, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা মোহাম্মদ নুরুজ্জামান নয়ন, জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী শেখ প্রমুখ।
মানববন্ধন শেষে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ঢাকায় উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি জমা দেয়া হয়। মানববন্ধনে বিএনপি, জামায়াত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ ইসলামিক দলগুলোর নেতা-কর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল আন্তঃনগর ট্রেন মুকসুদপুর রেল স্টেশনে যাত্রা বিরতি না করে কাশিয়ানী রেল জংশনে গিয়ে যাত্রা বিরতি করে। এতে শুধু মুকসুদপুরের যাত্রীসাধারণই নয়, পার্শ্ববর্তী ফরিদপুরের সালতা, নগরকান্দা উপজেলার যাত্রীসাধারণ এই রেলযাত্রার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
আনন্দবাজার আরবি