জয়পুরহাটে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের কার্যক্রমে স্বচ্ছতা আনয়ন ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে ইউনিয়ন পরিষদ কর্মকর্তাদের দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে জয়পুরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় অন্যান্যের মধ্যে- বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, ভাদসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম, ধলাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোজাম্মেল হক, আটাপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু সালে মোহাম্মদ সামসুল আরেফিন প্রমুখ।
উল্লেখ্য, দিনব্যাপি অনুষ্ঠিত এ কর্মশালায় জেলার পাঁচ উপজেলার ৩২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা সহ মোট ৬৪জন অংশগ্রহণ করেন।
আনন্দবাজার আরবি