ঢাকা | বুধবার
২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সমন্বয়কের বাড়ির দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ লিখে হুমকি

বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের সহ-সমন্বয়ক আহসান হাবিব আবু সায়েমের বাড়ির দেয়ালে কে বা কারা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ লিখে হত্যার হুমকি দিয়েছে। এমন হুমকিতে সায়েমের পরিবার আতঙ্কিত হয়ে পড়েছেন। আর এই নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ঘুম থেকে উঠেই তাদের বাড়ির দেয়ালে এমন লেখা দেখতে পান তারা। আহসান হাবিবের বাড়ি বগুড়ার সদর উপজেলার নওদাপাড়ায়।

তিনি সংবাদমাধ্যমকে জানান, মঙ্গলবার সকালে তার পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে বাড়ির দেয়ালে দেখতে পান ‘মুত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক’ লেখা।

এ ব্যপারে বগুড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়ার সাবেক আহ্বায়ক সাকিব খান সংবাদমাধ্যমকে জানান, এ ঘটনায় তিনি মর্মহত। ঘটনা জেনে সেখানে গিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, ‘২৪ এর বিপ্লবে দেশের জন্য যারা লড়াই করেছেন তাদের বাড়িতে এমন হত্যার হুমকি দুঃখজনক।’

এ ঘটনায় আহসান হাবিব সায়েম সাংবাদিকদের জানিয়েছেন, তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। নিরাপত্তার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ছাড়া আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।

সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী আহসান হাবিব সংবাদমাধ্যমকে বলেন, গতকাল রাতের কোনো এক সময় আমার ঘরের দেয়ালে এটা লেখা হয়। ফ্যাসিস্ট সরকারের দোসররা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

এ ব্যাপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে, জড়িতদের চিহ্নিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন