ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কানাডায় মানববন্ধন

বাংলাদেশের ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে লোপাট করা অর্থ নিয়ে কানাডায় বসবাসরতদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কানাডার রাজধানীত টরন্টোয় মানববন্ধন হয়েছে। স্থানীয় সময় রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ডেনফোর্থে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পোস্টার, প্ল্যাকার্ড হাতে নিয়ে তীব্র শীতে বরফে ঢাকা রাস্তায় দাঁড়িয়ে প্রবাসী বাংলাদেশিরা মানববন্ধনে অংশ নেয়। এসময় মানববন্ধনকারীরা বাংলাদেশ থেকে কানাডায় টাকা পাচারের প্রতিবাদ এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য কানাডা সরকারের প্রতি আহ্বান জানান।

বেসিক ব্যাংকসহ বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের ঋণের টাকা আত্মসাৎ করে ব্যবসায়ীরা কানাডায় বসতি গেড়েছেন এ কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়।

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সামাজিক আন্দোলন শুরু করেন প্রবাসীরা। এরপর তারই অংশ হিসেবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের অন্টারিও শাখা এই আন্দোলনে সমর্থন দেয় এবং মানববন্ধনে অংশ গ্রহন করেন।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন