জয়পুরহাটের সদর উপজেলার জয়পুরহাট – নওগাঁর বদলগাছি সড়কের ভাদসা বাজার এলাকায় টুরিস্টবাহি একটি বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারুফ হোসেন নামে এক মোটর সাইকেল চালক ঘটনাস্থলে নিহত ও আপেল হোসেন নামে ওই মোটর সাইকেলের অপর আরোহী গুরুত্বর আহত হয়েছেন। আহত আপেলকে উদ্ধার করে জয়পুরহাটের ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মারুফ হোসেন জয়পুরহাট সদর উপজেলার কোচনাপুর গ্রামের মিন্টু হোসেনের ছেলে।
জয়পুরহাট সদর থানার এসআই রেজাউল করিম জানান, মারুফ হোসেন ভাদসা বাজার তার বন্ধু আপেলকে সাথে নিয়ে মোটর সাইকেলে যোগে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারের দিকে যাচ্ছিলেন। মোটর সাইকেল চালানোর সময় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। তাদের মোটরসাইকেলটি কিছুদুর যেতেই বিপরীত দিক থেকে আসা একটি টুরিস্ট বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক মারুফ নিহত হন। এ ঘটনায় গুরুত্বর আহত আপেল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় জয়পুরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ওই বাসটি জব্দ করেছে ।