ঢাকা | শনিবার
২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু

প্রায় ৫৩ কোটি টাকা লোকসান নিয়ে দেশের বৃহত্তম চিনিকল- জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেডের ২০২৪-২৫ মৌসুমের ৬২তম আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে- বিকেল ৪টায় সুগার মিলের ফ্যাক্টরি প্রাঙ্গণে- দোয়া ও মিলাদ মাহফিল শেষে কেইন কেরিয়ারে আখ নিক্ষেপ করে আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন- বাংলাদেশ খাদ্য ও শিল্প কর্পোরেশনের (বিএসএফ আইসি) সচিব আনোয়ার কবির ও প্রধান সিপিই গিয়াস উদ্দিন ।

জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ মো: আখলাছুর রহমানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান ও জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ।

চলতি মৌসুমে জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেডে ৫৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে- ৩হাজার ২৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আখ থেকে চিনি আহরণের হার (রিকভারি)ধরা হয়েছে- ৬শতাংশ ।

সংবাদটি শেয়ার করুন