জয়পুরহাটে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য- “অত্যাধুনিক ৪৮টি ফ্ল্যাট বিশিষ্ট ৭তলা পরিচ্ছন্নতা কর্মী নিবাস” ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের জয়পুরহাট – ঢাকা মহাসড়কের জয়পুরহাট কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল সংলগ্ন- পৌরসভার ৩৮দশমিক ৬৫শতাংশ জমির ওপর পরিচ্ছন্নতা কর্মীনিবাস ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন- ডেপুটি কমিশনার আফরোজা আকতার চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে- জয়পুরহাট পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত ডেপুটি কমিশনার মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আবু জাফর মোঃ রেজা (জয়পুরহাট পৌরসভার) এবং সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ উপস্থিত ছিলেন।

“পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ প্রকল্প- PCRBCP “এর আওতায়- জয়পুরহাটে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য- ৪৮টি ফ্ল্যাট বিশিষ্ট ৭তলা ভবনটিতে ২টি আধুনিক লিফট ও ২টি সিঁড়ি,২০০জন মানুষের ব্যবহার উপযোগী সেপটিক ট্যাংক ও সোকওয়েল নির্মাণ করা হবে। ফ্লোর এরিয়াতে থাকবে- ২টি মাল্টিপারপাস খোলা জায়গা, ১টি কমিউনিটি হল, বাচ্চাদের খেলার জায়গা, সাবষ্টেশন, জেনারেটর রুম ও ২৬৫ মিটার সংযোগ সড়ক। ভবনটির ৪৬০বর্গ ফুটের প্রতিটি ফ্ল্যাটে থাকবে- ১টি মাস্টার বেড, লিভিং স্পেস, ডাইনিং স্পেস, বাথরুম,পেন্ট্রি রুম, কিচেন রুম, বারান্দা ও ১টি করে অগ্নি নির্বাপক যন্ত্র ।
এ আবাসিক ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে- ১৩কোটি ৯লাখ টাকা । স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর- এলজিইডি’র PCRBCP প্রকল্পের নিজস্ব ডিজাইন ও সার্বিক তত্ত্বাবধানে- প্রকল্পটির নির্মাণ কাজ আগামী ২০২৬সালের ২৫অক্টোবর শেষ হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে জয়পুরহাট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসনের চাহিদা পূরন হবে। তারা পরিবার পরিজন নিয়ে আধুনিক নাগরিক সকল সুবিধা সহ নিরাপদে সুখ-শান্তিতে বসবাস করতে পারবেন।