ঢাকা | বৃহস্পতিবার
১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে রূপালী ব্যাংক ডাকাতের হাতে জিম্মি

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত দল প্রবেশ করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ব্যাংকের চারপাশ পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরা ঘিরে রেখেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ব্যাংকের ওই শাখায় ডাকাত দল প্রবেশ করেছে বলে জানা গেছে।

জানা গেছে, ভবনের ভেতরে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীসহ উপস্থিত সবাইকে সংঘবদ্ধ ডাকাত দল জিম্মি করে রেখেছে।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে কেরানীগঞ্জে পূবালী ব্যাংকের একটি শাখাতে একদল ডাকাত প্রবেশ করে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হয়। এরপর ব্যাংকের পার্শ্ববর্তী একটি মসজিদ থেকে মাইকিং করে ব্যাংকে ডাকাত হানা দেওয়ার তথ্য জানানো হয়। পরে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা ব্যাংকটি বাইর থেকে ঘিরে রেখেছেন।

সংবাদটি শেয়ার করুন