ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহের মামলায় তারেক রহমান খালাস

জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পেয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহের মামলায় খালাস প্রদান করায় জেলা বিএনপির উদ্যোগে- আদালত চত্বর মেন রাস্তা থেকে আনন্দ মিছিলটি বের করা হয়।আনন্দ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর ঘুরে এসে শেষ হয় ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেন,সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির (জেলা বার) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহিনুর রহমান শাহিন, জয়পুরহাট সদর থানা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট হেনা কবির, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান বক্তব্য রাখেন।

উল্লেখ্য, নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা ২০১৪সালের ২২ডিসেম্বর জয়পুরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে এ মামলাটি করেন।

সংবাদটি শেয়ার করুন