ঢাকা | বৃহস্পতিবার
১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটের ৩দিনব্যাপী জেলা ইজতেমা শেষ হয়েছে

শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে- জয়পুরহাটের খনি ও সিমেন্ট প্রকল্পের হেলিপ্যাড মাঠে আয়োজিত ‘৩দিন ব্যাপী জেলা ইজতেমা’ শেষ হয়েছে।

তাবলীগ জামাত বাংলাদেশের কেন্দ্রীয় মুরব্বি- হযরত মাও: মুনির বিন ইউছুফ সাহেব (দা: বা:) এ আখেরি মোনাজাত পরিচালনা করেন।

জয়পুরহাট জেলা ছাড়াও পার্শ্ববর্তী নওগাঁ, দিনাজপুর, বগুড়া সহ প্রায় ২০জেলার নানা বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা এ ইজতেমায় অংশগ্রহণ করেন।এ ছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মেহমানরাও এ ইজতেমায় অংশগ্রহণ করেন। আখেরি মোনাজাতে আনুমানিক অর্ধ লক্ষ মুসল্লী অংশগ্রহণ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে আম বয়ানের মধ্য দিয়ে এ ইজতেমার কার্যক্রম শুরু হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন