ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল বুধবার রাত ১১টা ৫০ মিনিট থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে এদিন দিবাগত রাত ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. নাসির মাহমুদ চৌধুরী বলেন, ‘কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে। এ সময় ফেরি চলাচল বেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ অবস্থায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন