ঢাকা | বুধবার
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জয়পুরহাটে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিভিন্ন কর্মসূচিতে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জেলা কৃষক দলের উদ্যোগে- জয়পুরহাট জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠাতা- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

পরে জয়পুরহাট শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শহরের প্রধান সড়কে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (র‍্যালি) বের করা হয়।

জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউকের সভাপতিত্বে আয়োজিত এ আলোচনা সভায়- অন্যান্যের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পৌর বিএনপি’র সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, চিনিকল শ্রমিকদল নেতা খলিলুর রহমান, সামিউল ইসলাম বাবু,কৃষক দলনেতা শামীমা ইয়াসমিন শিখা, হাসান তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন