ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শহীদ আবু সাঈদের বাবা ঢাকা সিএমএইচে ভর্তি

শহীদ আবু সাঈদের বাবাকে ঢাকায় সিএমএইচে ভর্তি করা হয়েছে। মকবুল হোসেন হৃদরোগে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার রাতে তাকে রংপুর থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়।

গত ৭ ডিসেম্বর মকবুল হোসেন জ্বর নিয়ে রংপুর সিএমএইচে ভর্তি হন। গতকাল মঙ্গলবার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি হয়।

মকবুল হোসেনের বড় ছেলে রমজান আলী বলেন, ‘দেশবাসীর কাছে আমরা বাবার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাই।’

আবু সাঈদ বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন। তিনি ছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পরিবারের একমাত্র উচ্চশিক্ষিত আবু সাঈদ পড়ালেখা শেষ করে পরিবারের হাল ধরার স্বপ্ন দেখতেন।

সংবাদটি শেয়ার করুন