ঢাকা | রবিবার
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

শ্রীমঙ্গলে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। সোমবার (৯ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘দুর্নীতির Standard তারুণের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই শ্লোগানে জাতীয় ও দুদক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি পালনের শুভ সুচনা করা হয়।

পরে অনুষ্টিত হয় মানববন্ধন ও আলোচনা সভা। উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি সহযোগিকায় ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এবিএম মোখলেছুর রহমান।


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে এবং দুপ্রক সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. সালাউদ্দিন বিশ^াস, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, আমিনুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদ, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গল সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য।


এছাড়াও আরও বক্তব্য রাখেন দুপ্রকের সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ তালুকদার, সহসভাপতি এ,এন,এম ওয়াহিদুজ্জামান, সনাকের সহসভাপতি গীতা গোস্বামী, সাংবাদিক শামীম আক্তার হোসেন, মো. সাইফুল ইসলাম, শিক্ষক মো. আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. মিছলু আহমেদ চৌধুরী, এনজিও প্রতিনিধি তামান্না আহমেদ ও টিআইবি এরিয়া কোÑঅর্ডিনেটর মো. আবু বক্কর প্রমুখ। অনুষ্ঠানে সরকার-িবেসরকারী ও এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, সনাকের ইয়েস, এসিজি, সনাক ও দুপ্রকের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন