ঢাকা | সোমবার
৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দিল্লিকে সম্পর্ক এগিয়ে নেয়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

বাংলাদেশ-ভারত সম্পর্কে ৫ আগস্টের পর যে গুণগত পরিবর্তন হয়েছে, তা মেনে নিয়ে দিল্লিকে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হেসেন। রোববার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে এ আহ্বান জানান তিনি।

তৌহিদ হেসেন বলেন, সাম্প্রতিক সময়ের ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কারণে দুই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে সম্পর্ক কীভাবে এগিয়ে নেয়া যায় তা নিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, পাকিস্তান ও ভারতের রিজার্ভোশনের কারণে আঞ্চলিক সহযোগিতা ছিল না। প্রতি বছর সামিট হওয়ার কথা ছিল। রাষ্ট্র বা সরকার প্রধানদের মধ‍্যে দেখা সাক্ষাৎ হচ্ছে না। সার্কের মাধ‍্যমে সেটা করা যেতে পারে। এছাড়া ব‍্যবসায়ীক ও অর্থনৈতিক স্বার্থে সার্কের কার্যক্রম শুরু করা দরকার। প্রধান উপদেষ্ট ড. ইউনূস চান সার্কের কার্যক্রম শুরু হোক।

আগামীকাল সোমবার (৯ ডিসেম্বর) ভারতের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফলপ্রসূ হবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পররাষ্ট্র সচিব পর্যায়ের সঙ্গে স্টান্ডিং কমিটির মিটিং করাই লক্ষ‍্য। দেশ ও স্বার্থ রক্ষায় একটা সামিট করার লক্ষ‍্য রয়েছে।

সংবাদটি শেয়ার করুন