ঢাকা | বৃহস্পতিবার
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে জরুরি অবতরণ করা বিমান চট্টগ্রামে

পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি চট্টগ্রামে পৌঁছেছে। আজ বুধবার দুপুর ১টার দিকে ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম স্টেশনের সহকারী ব্যবস্থাপক তোহুরা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএসএমএমইউর নতুন উপাচার্য অধ্যাপক শাহিনুল আলমবিএসএমএমইউর নতুন উপাচার্য অধ্যাপক শাহিনুল আলম
তোহুরা জানান, ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে। ত্রুদের সঙ্গে কথা বলার পর বিস্তারিত জানা যাবে।

এর আগে, সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় ২টা ৩৫ মিনিট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। যেটি আজ বুধবার সকাল ৯টায় চট্টগ্রামে অবতরণের কথা ছিল। কিন্তু হঠাৎ এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় বিমানটি ৫টা ১৬ মিনিটে পাকিস্তানের করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল ৯টার দিকে পুনরায় চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।

আনন্দবাজার আরবি

সংবাদটি শেয়ার করুন