ঢাকা | বুধবার
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে ডিসির সাথে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মতবিনিময়

জয়পুরহাটে ডিসির সাথে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মতবিনিময়

জয়পুরহাটে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সাথে জয়পুরহাট জেলা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে- জয়পুরহাট জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে- প্রধান অতিথি ছিলেন- কমিশনার আফরোজা আকতার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ইমাম হাসিম ,জেলা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মওফেল উদ্দিন , জয়পুরহাট চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোজাহার আলী প্রামানিক, জেলা বিএনপি নেতা অধ্যাপক আমিনুর রহমান বকুল , সাংবাদিক আবু বকর সিদ্দিক প্রমুখ।

ডেপুটি কমিশনার জেলা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের স্থায়ী অফিসের ব্যবস্থা করা সহ তাদের বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন