ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় বিক্ষোভের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আজ সোমবার রাত ৯টায় রাজু ভাস্কর্যে এ বিক্ষোভ মিছিল হবে।
হাসনাত আবদুল্লাহ আজ সন্ধ্যা ৬টার দিকে এক ফেসবুক পোস্টে এ বিক্ষোভ কর্মসূচির কথা জানান। হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লেখেন, ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। সময়:-রাত ০৯ টা স্থানঃ-রাজু ভাস্কর্য।
এর আগে আজ দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় উগ্র হিন্দুত্ববাদীরা। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা
আনন্দবাজার/ফারুক