‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার ‘।- এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে নানা কর্মসূচিতে ‘নিরাপদ সড়ক চাই’ সামাজিক সংগঠনের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার সকালে জয়পুরহাট শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে ফেস্টুন ও রঙিন বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মহিউদ্দিন জাহাঙ্গীর।
পরে জয়পুরহাট জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে ৩১পাউন্ড কেক কাটার পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার সভাপতি- নূর ই আলম হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী,জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী- মনিরুজ্জামান ও জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু ,মাশরেকুল আলম, সাখাওয়াত হোসেন বিপু,জামায়াত নেতা প্রকৌশলী আব্দুল বাতেন, নিরাপদ সড়ক চাই নেতা আব্দুল আলিম মন্ডল, যুবদল নেতা শামস মতিন প্রমুখ।