ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে ‘ছাত্র-কৃষক কর্ণারে’ ৫০টাকা কেজি দরে আলু বিক্রি শুরু

জয়পুরহাটে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পরিচালিত ন্যায্য মূল্যের বাজার ‘ছাত্র-কৃষক কর্ণারে’ ৫০টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে ও স্পেশাল টাস্কফোর্সের সহযোগিতায়- জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী নির্দেশে মঙ্গলবার বিকালে জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এ ৫০টাকা কেজি দরে আলু বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন- সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল হক সানজিদ, মুবাশশির আলী, নিয়ামুর রহমান নিবির ও হোসাইন আহমেদ তানভীর উপস্থিত ছিলেন।

বর্তমানে জয়পুরহাটের বিভিন্ন এলাকার হাট-বাজারে প্রতিকেজি আলু ৭০থেকে ৮০টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এমন অবস্থায়- জয়পুরহাট শহরের এ ছাত্র-কৃষক কর্ণারে প্রতিকেজি আলু ২০থেকে ৩০টাকা কম মূল্যে বিক্রি হওয়ায় নিম্ন ও অল্প আয়ের মানুষ অনেক খুশি।

সংবাদটি শেয়ার করুন